প্রকাশিত: Wed, Nov 29, 2023 6:32 PM
আপডেট: Sat, Dec 6, 2025 4:19 PM

[১]রামু উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পপি

কামাল শিশির, রামু: [২] কক্সবাজারের রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে প্যানেল চেয়ারম্যান-১ কে।

[৩] মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে তাকে আর্থিক ক্ষমতাও প্রদান করা হয়। উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্নের লক্ষ্যে এ আদেশ দেয়া হয়।

[৪] রামু উপজেলা পরিষদের ১ নাম্বার প্যানেল ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি। মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, তাকে দেওয়া  দায়িত্বভার সঠিকভাবে পালন করবেন। এ জন্য তিনি সর্বস্তরের জনতার সহযোগিতা কামনা করেন। 

[৫] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর, রামু – ঈদগাঁও) আসনে প্রতিদ্বন্দ্বী করার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ার আশায় রামু উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করেন সোহেল সরওয়ার কাজল। [৬] কিন্তু এই আসনে দলটি মনোনয়ন দিয়েছে বর্তমান সাংসদ সাইমুম সরওয়ার কমলকে। ভারপ্রাপ্ত দায়িত্ব পাওয়ায় বিভিন্ন মহল আপসানা জেসমিন পপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।